এক আশ্চর্য হাওয়ার রাতে চাঁদের গুহামুখ থেকে যেভাবে আঠালো বর্জ্যরাশি গড়িয়ে পড়তে লেগেছিল লবণজলের পর এবং যে গূঢ় গোপন রাসায়নিক ক্রিয়ায় সমুদ্রকে ঢেকে জন্ম নিয়েছিল শক্ত ও কঠিন ঘন আস্তরণ এবং যে নিয়মে সবুজ এসে গ্রাস করেছিল ক্রমে উষর প্রান্তর, আমি সে খায়েসে এক ফোঁটা বর্জ্য ঢেলে বলি ফুটে উঠো ক্লেদজ কুসুম, বলি জেগে উঠো ফল ও বীজের সম্ভাবনা
প্রতিটা হয়ে ওঠাই পদার্থিক, চিৎকৃত মূর্ছনায় সব সৃষ্টিই মোচড় দিয়ে ওঠে জোরে-- পৃথিবীর কান্নার শব্দ যেমন সমুদ্র শুনতে পেয়েছিল একদিন, আমি সব নড়চড় তেমনি টের পাই তোমার
হয়ে উঠো, ঘন শরের মতো শাদা দুধের সংসারে ধীরে জমে উঠো আধারের গায়, সব কোলাহল ক্রিয়া-প্রতিক্রিয়া আমি জেনে নেব কান পেতে সুরম্য ওলানে
Friday, February 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment