Friday, February 1, 2008

ভালোবাসা খুন হয় গৃহের ভিতর

চমৎকার বাতাস বাইরে
গাছের শন শন
এতদূর এই গৃহে প্রণোদিত জানালার গুণে
বিগলিত মেঘের গভীরে
চাঁদনারী এ্যাকুরিয়ামে আলোক মাছ
লেজ নাড়িয়ে তীব্র দেখাচ্ছে কেরদানি
আকাশ কাশফুল ছাওয়া

সারাঘর তন্নতন্ন করে ক্ষুধার্থে টহল দিচ্ছে
ধূর্ত বটে অলক্ত বেড়াল
মাটি থেকে টেবিল সোফা থেকে আলনা
অবশেষে আলমারি এবং খটাস

পরিবেশ রচনার এ পর্যায়ে
ঘন ঘেউ ঘেউ ব্যাঙের কোরাস
ঝিঁঝি পোকা আর ঘুমন্ত মানুষের
পাশ ফেরার ধ্বনির উল্লেখই
যথেষ্ট হতে পারে এবং
নরকের শব্দের মতন চিৎকার

বাতাসের পরতে পরতে লেগে থাকা
ফুল্ল ভেজা ভেজা যৌনগন্ধ
কর্পুর স্বভাবে ঊর্ধ্বে ওঠার ডানায়
ভর করে উড়ে যায়
আর মাছের অ্যাঁশটে গন্ধযুক্ত গাঢ় রক্তপাত
নয়া এক আমোদিত খেলায় আচ্ছন্ন হলে
দিগ্বিদিক শিমুল তুলোর প্রায়
উড়তে থাকে কান্নার স্বেদ

খাঁচাবন্দি পাখি আর পাখিই থাকে না
ব্যর্থ উড্ডয়নাকাঙ্ক্ষাগুলো ক্ষতের যন্ত্রণা দেয়
গান হয়ে যায় বিষাদের গীত
সুর-তান বেদনার...
ভালোবাসা খুন হয় গৃহের ভিতর

জোয়ারি খলসে মাছের মতো টগবগিয়ে ছোটে
উচ্ছ্বসিত রাঙা রক্তদল
হাওয়া হয়ে যায় জলাভূমি-- রাত্রি স্রোত
নরকের শব্দের মতন চিৎকার
সময়ের জলবায়ু
আর হি হি হেসে ওঠে জ্বলজ্বলে বটি

ব্যাপ্ত বনের ছায়া সবুজ ভালোবাসা
পাখিদের শিস যত শিখে নিয়ে তবু
বিছানায় পেতেছিল বনানী আঁচল
পাশাপাশি জেগে ওঠে ফণিমনসা
ট্যাঁওরা কাঁটা
হলুদের বনগুলো লাল আসমান
রঙ বদলের গুঢ় খেলা
গোধূলির নাচদৃশ্য জাগে অস্তরাগে

খেয়ালী উচ্ছ্বাসে ভাসা মনোবেগ
কূলে ঠেকা দুরন্ত ইচ্ছেটা
একদিন পালক গজাবার আগেই
সেরেছিল উড়বার সমস্তায়োজন
তবু মেনে নেয়া গেল বেশ
কিন্তু উদার জানালা
যার আকাশের দিকে মুখ
খোলা ছিল না তো
বিহঙ্গ তপস্যাগুলো
খাঁচার বন্ধনে শুধু তড়পায়
নুয়ে আসে ধীরে-- লৌহভূমে
ঝিনুক যেমন মুখ ব্যাদান করে
লুটায় সেজদায়--
জেগে ওঠে তীব্র চিৎকার
নরকের শব্দের মতন
বিভীষিকাময়
আর রক্ত
ভালোবাসা খুন হয় গৃহের ভেতর

No comments: