Friday, February 1, 2008

হিজলের পাড়ার দিকে

কালোর আলোয় ছিনু মুগ্ধ প্রভু, আর কোনো গান নেই জাগাবে মহিমা, ওইভাবে কখনো জাগি নি কোনো যাত্রায়, গরিমা সকল র’ল গৌরনদী

বড়ো বড়ো পাথরের চাঁই আকাঙ্ক্ষা ঝিনুকগুলি বুকে চাপা, জেগে জেগে নদীর ওপাড়ে আর কে জানে কাদার মতো তীরের কাছেই ছিল ঘুম খাড়া, বেয়াড়া প্রেমিকা, হিজলের পাড়ার দিকে উড়ে গেল বনের নন্দন

প্রভুর করাঙ্গুলি ছুঁয়ে বলি, ও আমার প্রণয়-এষণা, একুনে একবার দৃষ্টি পেতেছি মানবীর দেহে, তার স্থাপনা সজ্জায়

No comments: