Friday, February 1, 2008

পাখিসংস্কৃতি

শৃঙ্গারশৈলীতে পাখিরাই সেরা-- ক্রিয়াদিতে পরিণামভোগে
এ কাজে কুশলী হতে মানুষেরও সচকিত মনপ্রাণ
গোপনে কাজেই বাড়ে সালসার দর
হাতুড়ে বৈদ্য আজও ঘোড়া চড়ে
সবলা ভায়াগ্রা নিয়ে কত লোফালুফি দেশে ও বিদেশে

পাখিদের তবে নীড় হতে পারে না কি মানুষের মন

কলাবিদ্যায় ভূমিকা আছে পাখিরও-যে বাবুই প্রমাণ
বিলুপ্ত পাখিরা যারা একদিন ছিল তাদেরে স্মরণে আনি
পড়ে দেখি খুঁড়ে পাওয়া জীবাশ্মভাষা-- গূঢ়আঁক

জুরাসিক করেছ তো মানববিকাশ-- করছও
যারা আজ নেই যুগপৎ নেই বহু সহজিয়া সুর
তাদের ভূমিকাকথা লিখে রাখি গাছে গাছে পাতায় পাতায়

আমরা যা গাই তা পাখিদেরই গান
স্বপ্ন দেখতে দেখতে যে-প্রভাতে প্রতিদিন জাগি তা পাখিদেরই ভোর
পৃথিবীতে পুরোহিত তারা আজও, ঊষা ও গোধূলির

No comments: