Friday, February 1, 2008

দূরে কোথাও এখন

খাঁখাঁ খরাদেশ থেকে দূ...রে
কোথাও এখন
বৃষ্টির গর্জনধ্বনি বাজে
তার বার্তাবাহী বায়ুদূত
ওড়না দুলিয়ে তুমি এদিকে পাঠালে

চারুকৃত দুরন্ত উড়াল শেষে
বায়ুদল লুটিয়ে পড়ছে নানা কলাকাজে
এপাড়ের উষ্ণিত গর্জনশীল
তনু

গাছে

গাছে

সুদীর্ঘ দূরত্ব দেয়াল ছাড়িয়ে
ওইপাড় জুড়ে গমনাকাঙ্ক্ষাটি
ক্লিন্ন কসরতে চেপে রাখি
--অশোভন বলে

বাতাস জানান দিলে সুনসান
তোমারি সে বৃষ্টি উৎসব
তুমিই সে ধারা বহমান
শিশু ও কিশোর মেঘে ক্রমে আজ যৌবন-উন্মেষ
নাতিদীর্ঘ অপেক্ষার চূড়ান্ত হয়েছে

আসো-- এপাড়ের মরাঘাসে খরাদেশে
হতাশ্বাসে ঢেলে দাও সুরঘন গান
মনোময় স্বপ্নে ভাসে প্রফুল্ল উদ্যান

No comments: