Friday, February 1, 2008

শৈলগীতি

কাঁধে এসে ভর করো হিম শৈলচূড়া
বুকে যে পাথর আছে আত্মার ফসিল
তারে শক্তি দাও-- তোমার অতলে আছে
চোরাহ্রদ-- তারে বলো অনন্ত প্রবাহ
দিক-- পাতাল সূর্যের থেকে ধরে আনে
যেটুকু আলোক-- কোষে কোষে দিক সেধে
তারে বলো গান দিক ঠোঁটে হাসি দিক
গতপ্রাণ জেগে হোক পৃথিবী আদিম

পাহাড়ে পাহাড় গাঁথা চির অবিনাশ
বৃক্ষে বৃক্ষ সাধা অনন্ত সবুজ বীথি
বাণীময়-- মাটির আকুল করা ঘ্রাণে
খুলে যাক দপাদপ বুকের কবাট

বরফের গাঢ় চুল ছুঁয়ে আসা রোদ
মেঘের হেঁয়ালি বোঝে সবচে’ সুবোধ

No comments: