Friday, February 1, 2008

আলেয়াপুরীতে

গিজগিজে ‘নেই’-কণ্টকিত এক মরুময় অধিত্যকা জুড়ে লোচনচাতুরী
শুধু দেখা নয়-- নিপুণ তল্লাশি-- যেন এড়িয়ে না যায় কোনো কণাঠাঁই
যেন বালিয়াড়ি আঁকা সেই মরু-সংসারে যত বিছানা-বালিশ যত ঘটি-বাটি
তোরং আর মরুজ আয়েসরীতি উল্টিয়ে দেখা হয় সবকিছু
তেমন গোয়েন্দা কৌশলে কোথাও লুকিয়ে-চরিয়ে শেষে থেকে গেল কি না কোনো
টই-টই গন্ধ ভরা ঘাসে ঢাকা প্রিয় ‘আছে’-ফুল

অসংখ্য ‘নেই’-এর ভিড় ঠেলে জ্বলজ্যান্ত ‘আছে’ খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

No comments: