Friday, February 1, 2008

গ্রামনিশি অথবা কিচ্ছার কলরবগুলি

সান্ধ্যকুয়াশার পাখনায় ভর করে শ্রান্তিরূপ নীরবতাখানি
দূর সৌরপুরী থেকে ক্রমে পৃথিবীতে নেমে এলে
পথের পাশের গ্রাম জুড়ে বাড়ি-পোষা বনের পশ্চাতে
ভোজনের নৈশপ্রস্তুতি ঘিরে উড়ে চলে ঢেউ খেলানো ধূম্রবাহিনী--
কালচে সবুজ পাতা মৃদু মাথা নেড়ে আবাহন করে ঘুম
গ্রামশিশুদের চোখে-- পেয়ারাবাগান ঘেঁষে শুধু এক জাগরণ খেলা করে
পশমি মাফলারের মতো পেঁচিয়ে রাখে কৃষকপাড়ার মুগ্ধতর চোখ
হ্যাজাকের ক্ষীণালোয় অমল মহিমা নিয়ে আবির্ভূত হন সোনাভান
সে আবেশে বাঁকা ভেজা সরুচাঁদ ঘেসো আলপথে
স্বপ্ন দেখে দূর দূর পথ হেঁটে গৃহে ফিরে আসে

সন্ধ্যা যেভাবে ক্রমশ রাত্রির গভীরে আনে শীতল আঁধার
তেমনি কিচ্ছার কলরবগুলি জীবনের জটিল রেখায় মাখে
দীর্ঘজীবী একেকটি আনন্দধারণা-- কাঁচা গোল প্রকৃষ্ট স্বপ্ন অপার

No comments: