Friday, February 1, 2008

পাথরবেলার পদ্যনুড়ি

পরাগত পরিহাস শুধু এই ক্রৌঞ্চকূজিত ভোর
দেহতীর্থ ছেকে ধরে আছে
যতটা সুরের ঢেউ মাখানো কোমল গায়ে
তার অধিক যন্ত্রণাদাহ গোপনে নিহিত

ন্যাকামোর অধিক যে গীতলতা চূর্ণিত গোপন
তা থেকে রক্ষিতে নিজে কতদিন
ঘুমযানে সকাল প্রদেশগুলো পাড়ি দিয়ে গেছি
কর্কশ ও খরখরে সে যাত্রাবলি জুড়ে
বাস্তবত ব্যঞ্জিত নির্গান শত যাপিতঘটনা

গানের আবেশ ঘোর কেটে গেছে কবে মানুষের মন থেকে
পেরোচ্ছি পাথরবেলা এই ঝামা ইটের বশংবদ দিন
ব্যর্থ হয়ে গেছে সব তৌর্যত্রিক আচারমসৃণ

No comments: