Friday, February 1, 2008

অপেক্ষাসুদূর

অপেক্ষাসুদূর এই গাছ
বহু শাখা পরিশাখা ধরে রেখাধ্বনি চলে গেছে দূরে
আবির বরণ যত আশা সব বেদনাবিধুর পাখি
সুরের শরীরখানি দুয়েন্দে জড়ানো ভেজা রোদনস্বভাবী

উদ্গীরিত বিজনমণ্ডলে-- কুহুতলে
উদেছিল অরুণার অমিত আঁচল
ঈশানে-নৈর্ঋতে না অতলে-আকাশে সে হেসেছিল
চূড়ার সমান ছিল যতেক বিনতিস্বর
বাতাসের প্রতি নাকে-- নাসারন্ধ্রে
ফুলিত-ফাঁপিত সব রূপের এসেন্স গেছে ফেলে

কে নিয়ে বসতে দেবে তেমন যোগানে-- যেখানে এ হিমালয়
স্রাবিছে অঢেল সুধা পুচ্ছ রাশি রাশি
কোথা এর স্থান হবে কোন অপনদে

সবুজপ্রবাহ জুড়ে এলোমেলো বিদিশারা কুয়াশা ছড়ায়
লোলচর্মসার আশঙ্খিপদ্মিনী যত মুহূর্তনিমেষকাল--
দাশবাবু আর তার বনলতা
পাখির দেউড় ঘেরা নীড়ের আরামশোভা ঢেলে যায়
মেখে যায় তন্ময় শুশ্রূষা
বাক্যের গভীরে যদি দেখি সবিশেষ-- বোধকরি
এখানেও সেইরূপ শান্তিরা রয়ে যেতে পারে...

যেথা রোদনরূপসী বসা সেখানেই মন খুঁজে পাশ
নিকষপাষাণ যেন-- এখানেই আছে ভাবি বিকেল প্রাণনাটুকু
লুকোছাপা হয়ে-- সকলের চোখে দিয়ে ধুলোছাই
আজ এই সহস্রাব্দ সময়ের মোহনায়
নবতার ঘোলা-ঢেউয়ে স্রোতে

একটা জীবন তবু পুড়ে গেল ক্ষুধাতুর দুপুরের দাহে

No comments: