Friday, February 1, 2008

হারানো কৈশোর ও ভাঙাগান

বাদামের খোসা যেন হারানো কৈশোর-- বয়সের ভারে ভেঙে গুঁড়ো গুঁড়ো-- পড়ে আছে নদীপাড়ে-- স্রোতেও যায় নি ভেসে-- থেকে গেছে স্মৃতিরাশি হয়ে-- হীরের টুকরো যেন গতিকে বোঝে না

এতদিন এতরাত গত-- ছাতিমের ঝরে গেছে কোটিফুল কত পাখি চলে গেছে দূরদেশ-- ভাঙা যত গান-- থেকে গেছে পালকের মতো অমলিন বায়ু-ভাসমান-- স্মৃতির আকাশ বড়ো প্রসারিত দিকচক্রবালে-- যতসব কথার ঝঙ্কার মমি হয়ে আছে কালে কালে-- আরো বহুকাল সে কি রয়ে যাবে

এখনো পাখিরা খুব গান করে-- যদিও বুঝি না তত-- দিনে দিনে গানেরাও বড়ো বেশি মেকি-- কথার ভেতরে যত কথা পুরানো হয়েছি বলে-- আঁচ করা মনে হয় সাধ্যের অতীত

No comments: