Friday, February 1, 2008

চিহ্নবিজ্ঞান

কেবল পদক্ষেপণ ছাড়া এ হাঁটার কোনো অর্থই হতো না, যদি না থামতাম পথে যেতে, কমার মতো রোপিত বোধিবৃক্ষের নিচে

বিরামচিহ্নের এ বিরল ব্যবহার আমি গাছপালা থেকেই শিখি, এটা ছিল আয়োজিত বন, সারি সারি একই গাছ চোখ যতদূর, শোন, ঝরাপাতার গান বিষয়ে যে গদ্যটা আমি লিখব বলে জানি, সেটারও আশকারা পেয়েছি অরণ্য চিহ্নবিজ্ঞানেই, দেরিদা বা রলা বার্থ লাগে নি হে

বুকের থেকে পুবদিকে খোলা আমার কোনো জানলা ছিল না, আজ হয়ে গেল, দক্ষিণেরটা ছিল আমার পিতার থেকে পাওয়া আর উত্তরে পশ্চিমে হোক কোনোদিন চাই নি তো, দেখ, এটুকু পুঁজিতে চলে বাতাসকথন, প্রেমালাপ, ভাব বিনিময়ের এই যে নতুন কায়দাটা আমি শিখে গেছি, তাতে তাকে বলব যে, জাতপাত নির্বিশেষে, সকলের কাছে যেন ঠিকমতো পৌঁছে অক্সিজেন

1 comment:

Anonymous said...

dear kobi mojib mehedi
ovinondon-
apnar chonno chara kobita valo laglo-
Hassan masum