Friday, February 1, 2008

কাব্যোপনিষদ

নতুন কবিতা বস্তুটা কী এ জিজ্ঞাসা আগে ঠেলা দিয়ে ফেলে কবিতা কী এর কাছে, কবিতা যদি চেনা যাচ্ছে না জানা যাচ্ছে না নূতন কবিতা তবে চেনা-জানা যাবে কী প্রকারে, ওটি তখন আরো ধোঁয়াশা-কুয়াশা জঘনে অবলুপ্ত

ছিল না যা দেহাবয়বে, অন্তর্কথনে-বয়নে, সম্ভাবনার কোটরে কোটরে যারা ছিল, তাদেরই আবির্ভূতি হলে তা নতুন ধ্বনি, বাতাসে-কিংখাবে-শূন্যে ছিল, কার্বনদণ্ডে, নানা সংশ্লেষণে, রোদনে-বিলাপে ছিল আচারনিষ্ঠতায়, নাওয়া-খাওয়া চোদনে-চুম্বনে

নতুনের ভর বেশি নতুন চুনের মতো, জিহ্বা হবে ডিনামাইট পড়া দগ্ধ সেতুর খাল, বোধে যেতে বাধবে পাঠকের, ভোগে যেতে, কেননা চুরমারের যৌবন হলো নতুন, নির্মাণে-বিনির্মাণে কালব্যঞ্জনা, ভূয়োদর্শন

নতুন কবিতা কবিতা নয়-এর মতো ও নতুন নতুন থাকে অচিরকাল

No comments: