Friday, February 1, 2008

সম্পর্ক : কবিতা ও শস্যে

আপাত অসম্ভবের মোড়ে মোড়ে
বাক্যকে পরাতে গেলে নব-পরিচ্ছদ
মিথ্যা গন্ধ এসে নাকে লাগে

উপলব্ধি হলো শিল্পীর ঈশ্বর
পোষকের চিত্তের গৌরব খেয়ে বাঁচে
আর ইঙ্গিতে বুঝিয়ে দেব সব শৈলীকলা
গমনাগমন যত ভাব পরিবারে

সৃজনপ্রক্রিয়া খুব কাছে থেকে দেখা গেলে
শেকড় ও ডালের বিস্তার বেশ জানাবোঝা হয়
কেমন বপনপ্রণালি হলে কতটা ধানপান
কতটা উল্লাস ঠিক সহনীয় বীজের শরীরে--

খরিফ শস্যের অভিধানে লেখা আছে
সেচ দেয়া জলের তুচ্ছতা তৃষ্ণামলিন মূল বোঝে সমধিক

বৃষ্টির স্বতঃস্ফূর্ত জল
শস্য ও কবিতাকাজে খুব দরকারি

No comments: