Friday, February 1, 2008

আক্রান্ত হবার পর

শংসাগীতি তো বেশ শোনা হলো, এবার আক্রান্ত হবার গল্প বল তো শুনি, কোথায় কখন কবে একা একা, বাঘের সামনে গিয়ে পড়েছিলে, সিংহের হুঙ্কারে জলের পিপাসা পেল কোন-সে বয়সে আর গায়ের গন্ধ শুঁকে পাশ কেটে চলে গেছে বন্য বরাহ সেটা কার কল্যাণে

কুকুরপ্রজাতি জেনো বরাবরই এরকম, আদর বুঝতে পেলে ঠোঁটে-মুখে চাটা দিয়ে দেয়, আরামবিলাসী কিছু বিড়াল আছে পায়ে পায়ে উষ্ণতা খোঁজে, এসব তো হায়েনার কবলে পড়ার চেয়ে বড়োবেশি তুচ্ছ ঘটনা

বল, যেবার যুদ্ধ হলো কুমিরের সাথে সেটা কোন জলে নেমে, আঁধার ঘরের মাঝে চুপিচুপি গায়ে এসে হামলানো নেকড়েটা কীরকম জেদি ছিল বল তা-ও, কখনো কি বিষধর সাপেদের কবলে পড়েছ, আর সেটা পথ না অরণ্য ছিল

তুমি যে হরিণ পোষো ভালোবেসে, না জানিয়ে সে-ও তো মাঝেসাঝে গুঁতো দেয় জানি, মাথায় যে জটিল শিং ডালপালা, চূড়ায় চূড়ায় তার লালাভার ছোপ লেগে থাকে

শোন, প্রচ্ছন্ন অথচ স্পষ্ট এক সম্পৃক্তিরেখা বয়ে গেছে জীবকুলময়, যে কারণে লোকালয় ও শ্বাপদসঙ্কুলতা গোপন এক বিন্দুতে এসে মিলেমিশে গেছে, এইকথা নিজে থেকে শিখাতে লেগেছি আজ সমুদয় মাছের মায়েরে

No comments: