Friday, February 1, 2008

জাদুগুহা

এত-যে শব্দপ্রবাহ, এর কোনখানে লুকিয়ে আছে সত্য সুপথ-- জানি না বুঝি না তাই ডুবুরির পোশাক পরেও ডুবে যেতে পারি না কোথাও-- কে যে সে-ই ভেল্কি লাগিয়ে চোখে রেখেছে মুগ্ধ করে-- ডুবে যাওয়া হয় না সহসা আজও খুঁজে পেতে গূঢ়-নব-ঐশী-শেকড়-- যেজন ধূর্ত ছিল, আগেভাগে তুলে নিয়ে চাবিখানি আটকাল তালা-- মন্ত্রজরির মালা গাঁথতে পারি নি বলে কোনোদিন ভালোবেসে রহস্যমদির গুহা হা-হা খুলে যায় নি সমুখে-- এই এক জনম আমি গুহার বাইরে থেকে দেখে যাই পথিকের লাভালাভ-- গহন হৃদয় ফুঁড়ে উঁকি দেয়া অমরতা কাঙ্ক্ষা-পরম--

আর ধ্বনিপ্রেমে আমিও কি কথার ভুবনব্যাপে করছি না রাতেদিনে অক্লান্ত বিহার-- জানি একদিন খুলে যাবে গোপন দরজা সেই-- জাদুগুহা ডেকে নেবে ‘চিচিং... চিচিং ফাঁক’ মন্ত্রোচ্চারে

No comments: