Friday, February 1, 2008

বর্ষাতিটা

আমার ছিল না, বর্ষাতিটা গারোপাহাড় আমাকে দিল, একদিন বৃষ্টিশেষে শারদানুকূল্য ফিরে পেলে পৃথিবীটা, যেকোনো কুরিয়ারে ওটা ফেরত পাঠাব, গারোপাহাড় আমাকে নিকটস্থ ডাকঘর রানিখং থেকে জরুরি চিঠি লিখবে, যুবতী সোমেশ্বরী হারাযৌবন বিধবা হলে চিকচিক শাদা বালুর শাড়িতে, আমি সেবার গিয়ে গারোপাহাড়, তোমার পাতাঝরা বিশীর্ণ কানে নিজহাতে পরিয়ে দেব কানফুল, বনজ-কারুকা, দেখি যদি দূরে পাহাড়ে হাঁটছে আগুন, দিগ্বিদিকে বৃক্ষগণের করুণার্তি রণিত হাওয়ায়, তবে দলছুট মৃগশিশুর উদ্ধার কাজে অন্য কোনো জলঘেঁষা উদ্যান চাব, অরণ্যে আগুন লাগলে কেউ কান্না তো করে না কখনো বর্ষাতি বর্ষাতি বলে

No comments: