Friday, February 1, 2008

নাব্যতার গল্প

তীরাভরণ শোভিত নাব্য কলস্বনা
উভদিকে বহন করছ এতসব চোখ
ইতিউতি তাকাবার অমেয় আগ্রহ আর
দূরচক্রবালে শুদ্ধ বীক্ষণ-কৌশল

যূথবদ্ধ অনঘ-প্রভায় আমরা ছিলাম মুগ্ধতর হাজার বছর
স্বকীয় অঢেল ছিল বিচ্ছুরিত আলো এই দূরধন্য বাতিঘরে
চিন্তন চর্চিত মেধা গড়েছিল দর্শনের মরমীয় অরূপ নগর
রাশি রাশি জ্ঞানপীঠ খুলে গিয়েছিল যথা উজ্জয়নীপুরে

জলপথে যারা এল উঞ্ছবৃত্তি সমভিব্যাহারে
রেখে গেল ভোগলিপ্সা-- গতি
আকরিক লোহা আর তার বস্তু-ব্যবহার
লুটে নিল আত্মার গন্ধে মোহিত স্বস্তিঅস্তি ফুল
চিত্তের বৈভব যত বনমুগ্ধতার

বহুপথ দূরে দূ...র পথে বেঁকে গেল ভারত-নাব্যতা
অসবর্ণ পলিফোনি বিষম মিশ্রণে
বিদিশা ও মোহনার ঘোলাবহজলে
শনৈঃ শনৈঃ অশ্বতর ধাবন-- শুধু একার্ণবের পানে...

1 comment:

Unknown said...

এটাও বেশ