Friday, February 1, 2008

শালপাতা দুলে ওঠে

রুমা গুহ চলে গেলে শ্রাবণী হাজরারা থাকে, শালবনে রাতভর শুয়ে থাকে ময়নামতি, গায়ে তার লালচাঁদ, আলোয়ান

আমার পছন্দ আমি ওর করে দিয়েছি গানের থালায়, হীনম্মন্যতা আড়াল করেছি বোকা হাসি দিয়ে, শরীর-ভাষাটা সবাই ঠিকঠাক বুঝতে তো পারে না

মাটির এত ব্যবহার শিখে নিতে আমাকে যেহেতু ফের পালপাড়া যেতে হবে, উদ্যম ও স্বপ্ন কীভাবে আকৃতি পেতে পারে কবিতায়, মৃৎকলা ছুঁয়ে-ছেনে শিখে আসব, শিল্পায়ন বুঝে গেছি শূন্য থেকে শুরু করতে হবে

ঘোরের নিচে থেকে ভেসে ওঠে বুদ্বুদ কথাদের, জেগেওঠা সূর্য-পরশে দেখি শালপাতা দুলে দুলে ওঠে, ছড়িয়ে ছিটিয়ে যায় ভারটুকু, আলো ও জলের যেন ভাবাবেগ খেলা, ভোরে যদি ঘুম ভাঙে জয় কবিতারই

ভালোলাগাগুলো মনে থাকে, ভালোলাগা স্থায়ীদাগ, অত দ্রুত মুছে-টুছে যায় না বস্তুত, এইগুলি, ঝনঝনে ভালোলাগা মিলেমিশে চিদাকাশ, যতটাই হাঁটা যায় মঙ্গলবাস

No comments: