Friday, February 1, 2008

সৃজনশীল অন্ধকার

সেই নামবেই যদি জানতাম, নিজের থেকে পালিয়ে এই আমি এত পথ কিছুতে যেতাম না হেঁটে, বরং ওখানেই, যেখানে দাঁড়িয়ে প্রথম শুনেছি ঘণ্টাধ্বনি, ছিঁড়ে ফেলতাম হাতের রাখি, আর নিরাপদ দূরত্বে থেকে যত দুর্গন্ধ আছে দিতাম প্রচল বিদায়

পরের যে চৌবাচ্চা তার জলে কী আছে অধিকার আমার মুখ হাত ধোবার, ওই জলতোলা মগ আমার স্থাবর নয় অথবা অস্থাবর, জলের বিচিত্র ছলাৎ শব্দেরা দিগপাশে ছড়িয়ে দিল যে রহস্যের বাতাবরণে ঘেরা শিশু কৌতূহল, তার নড়েচড়ে ওঠা অবধি আমি একসা উদোম

তবু আঁধার ছিলে ওহো রাত্রির মধু, অথবা এই ছিল অনিবার্য শিবে রূপান্তর, লিঙ্গ নিয়ে সুনিপুণ দার্শনিকতা

No comments: